চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দক্ষিণ কোরিয়ার ‘এ পিংক গার্লস’ গ্রুপে বোমা আতঙ্ক

গান রেকর্ডিং চলছিল। আর তখনই হঠাৎ​ বোমা হামলার হুমকি পেয়েছে দক্ষিণ কোরিয়ায় এ পিংক নামের একটি গার্লস গ্রুপ। এর পরই আতঙ্ক ছড়িয়ে পরে চারদিকে।

জানা গেছে, মিউজিক ব্যাংক নামের একটি অনুষ্ঠানের জন্য গান রেকর্ডিংয়ে ব্যাস্ত সময় কাটানোর মুহূর্তে একজন অজ্ঞাতনামা ব্যক্তি বোমা হামলার হুমকি দেয়। গত শুক্রবার কেবিএস ভবনে ফোন করে এই হুমকি দেওয়া হয়। তবে এই বিষয়ে দক্ষিণ কোরিয়ার পুলিশ জানিয়েছে, আমরা এখনো নিশ্চিত নই আসলেই বোমা হুমকি দেওয়ায় হয়েছিল কিনা। আর আমরা এটাও বলতে পারছি না এটা পূর্ব পরিকল্পিত ছিল কিনা। এখন পর্যন্ত তারা হুমকির কোন নমুনা পাননি।

হুমকির এক ঘণ্টা পরে এ পিংক এজেন্সি সবাইকে বিষয়টি জানায়। এ পিংক এজেন্সির মুখপাত্র বলেছে, যে ব্যক্তি এই বোমা হামলার হুমকি দিয়েছে, সেই ব্যক্তি আগেও কেবিএস ভবনে বোমা হামলার হুমকি দিয়েছিল। টাইমস অব ইন্ডিয়া।