চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ২০ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের প্রথম দু’শিফটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথম দিনের এই পরীক্ষায় অনুপস্থিত রয়েছেন ২০ শতাংশ পরীক্ষার্থী।

মঙ্গলবার ১৬ মে ‘এ’ ইউনিটের চার শিফটের মধ্যে প্রথম দু’শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাকি দু’শিফটের পরীক্ষা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দু’শিফটে প্রথম দিন মোট অংশগ্রহণ করেন ২৯ হাজার ৬৭২ জন। এই ইউনিটের প্রথম দু’শিফটে আবেদন করেন মোট ৩৭ হাজার ৩৪১ শিক্ষার্থী। এতে আসন সংখ্যা এক হাজার ২১২টি।

মেরিন সাইন্স ও ফিশারিজ অনুষদের ডিন ড. শফিকুল ইসলাম জানান, ‘প্রথম শিফটে উপস্থিত ছিলেন ১৪ হাজার ৮২৭ জন পরীক্ষার্থী। আর অনুপস্থিত ছিলেন তিন হাজার ৮৪০ জন। এছাড়াও দ্বিতীয় শিফটে উপস্থিতির সংখ্যা ১৪ হাজার ৬৭৪ জন। আর এই শিফটে অনুপস্থিত ছিলেন তিন হাজার ৮২৯ জন। এই হিসাবে প্রথম শিফটে উপস্থিতির হার ৭৯ দশমিক ৪৩ শতাংশ এবং দ্বিতীয় শিফটে উপস্থিতির হার ৭৯ দশমিক ৫০ শতাংশ।

উল্লেখ্য, মঙ্গলবার ও বুধবার মোট চার শিফটে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অনুষদ, মেরিন সাইস ও ফিশারিজ অনুষদের সকল বিভাগ নিয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।