চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সায়েন্সল্যাব এলাকায় ভবনে বিস্ফোরণে নিহত ৩

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিন তলা ভবনে একটি ইনস্যুরেন্স কোম্পানির অফিসে বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২২ জন। এদের মধ্যে ১৬ জনকে ঢাকা মেডিকেলে ও ৬ জনকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণে হতাহতের ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। নাশকতা হতে পারে এমন আশঙ্কায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।

নিহতদের নাম: রফিক, মান্নান ও তুষার।

জানা যায়, রোববার সকাল পৌনে ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগই পথচারী, যারা মিরপুর রোডে ওই মার্কেটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় হঠাৎ করেই উপর থেকে ভবনের ভেঙে পড়া অংশ তাদের শরীরে পড়লে আহত হয় তারা।

বিস্ফোরণের পর ওই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

 

Labaid
BSH
Bellow Post-Green View