প্রবাসীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনের ২টি টিম দুবাইয়ে
দুবাই ও আবুধাবি দুই ভাগে ভাগ হয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করবে নির্বাচন কমিশনের এই বিশেষ প্রতিনিধি দল। নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম এনালিস্ট, উপজেলা নির্বাচন অফিসার, প্রোগ্রামার, কম্পিউটার অপারেটর এবং আইডিইএ প্রকল্প ২য় পর্যায়ের নেটওয়ার্ক কনসালটেন্ট, সহকারী প্রোগ্রামার ও ডাটা এন্ট্রি অপারেটরদের সমন্বয়ে এই টিম ভোটার তালিকা প্রস্তুতের কাজ সম্পাদন করবেন। ১২ সদস্যের এই টিমের নেতৃত্ব দিচ্ছেন আইডিইএ ২য় পর্যায়ের প্রকল্পের পরিচালক আইটি স্কোয়াড্রন লিডার সাদ ওয়ায়েজ তানভীর। প্রতিবেদন: তন্ময় মাহমুদ