চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাজবাড়ীতে যুবদল নেতা হত্যায় সাবেক কাউন্সিলরসহ ২ জনের ফাঁসির দণ্ড

৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

খান মোহাম্মদ জহুরুল হক: রাজবাড়ীর বহুল আলোচিত যুবদলের আহব্বায়ক এস এম শামসুল আলম বাবলু হত্যা মামলায় প্রধান দুই আসামীর ফাঁসি ও ৫ আসামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একইসাথে এ মামলায় অপর ৪ আসামীকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার বিকেল তিনটায় রাজবাড়ীর জেলা ও দায়রা জজ রুহুল আমিন এ রায় দেন।

ফাসির দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, রাজবাড়ী পৌরসভার তৎকালীন কাউন্সিলর মীর এনাম আলী বাচ্চু ও স্বেচ্ছাসেবকলীগ নেতা সানোয়ার হোসেন জকি। যাবজ্জীবন দণ্ড প্রাপ্তরা হলেন, ইয়াকুব আলী, শাহীন মিয়া, রশিদ, ফরহাদ হোসেন বাপ্পী ও রানা।মামলায় খালাস পাওয়া আসামীরা হলেন, খায়রুল ইসলাম, উজ্জল, ফুল আরিফ ও কুলি আরিফ।

মামলা ও আদালত সুত্রে জানা গেছে, গত ২০১২ সালের ২৪ আগষ্ট রাতে শহরের বিনোদপুর এলাকায় তৎকালীন যুবদলের আহব্বায়ক এসএম শামসুল আলম বাবলুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন নিহত বাবলুর ভাই মোঃ সহিদুল ইসলাম ৭ জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত নামা আরো ৪ থেকে ৫ জনের কথা উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় ১৩ জনের নামে চার্জশিট প্রদান করে।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি এ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, আদালত দীর্ঘ দশ বছর শুনানী শেষে সাক্ষ্য গ্রহণ করে এ মামলার রায় প্রদান করেছে। এতে ২ জনে ফাঁসির আদেশ, ৫ জনের যাবৎজ্জীবন ও ৪ জনকে খালাস দেওয়া হয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি।