চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডাকাতির নাটক সাজিয়ে পোশাক শ্রমিককে হত্যা, ২ বন্ধু গ্রেপ্তার

সাভারের আশুলিয়ার কাঠগড়ায় পোশাক শ্রমিক মফিজুলকে গুলি করে হত্যার ঘটনায় দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো নিত্যানন্দ সূত্রধর ও জনি মোল্লা। মাদকের টাকা ভাগবাটোয়ারার দ্বন্দ্বকে কেন্দ্র করে এ খুন হয়েছে বলে জানিয়েছিল পুলিশ, পরে তদন্ত করে পুলিশ জানায় ডাকাতির নাটক সাজিয়ে ঘর থেকে বের করে বন্ধুকে গুলি করে হত্যা করা হয়।

বুধবার (২৯ মার্চ) সকালে জনি মোল্লার রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। এর আগে গ্রেপ্তার নিত্যানন্দ সূত্র দায় স্বীকার করে গতকাল আদালতে জবানবন্দি দেন। নিত্যানন্দ, জনি ও নিহত মফিজুলের গ্রামের বাড়ি একই জায়গায় টাঙ্গাইলের নাগরপুর থানার পাশাপাশি গ্রামে। তারা আশুলিয়ার কাঠগড়া এক রুমে থাকতেন। জনিও পার্শ্ববর্তী আরেকটি বাড়িতে ভাড়া থাকতেন। জনি ও নিত্যনন্দ পেশায় গ্যারেজ মিস্ত্রি। আর নিহত মফিজুল ছিলেন পোশাক শ্রমিক।

গ্রেপ্তার হওয়া আসামিদের তথ্য ও তদন্তের প্রাথমিক ধারণা থেকে গোয়েন্দা পুলিশ জানায়, মাদকের টাকার দ্বন্দ্ব নিয়ে জনি ও মফিজুলের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই সূত্র ধরে জনি গত বৃহস্পতিবার ভোররাতে মাজফুজের বাসার জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় সেই বাড়ির লোকজন টের পেয়ে, ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করে। পরিকল্পনা অনুযায়ী সহযোগী হিসেবে নিত্যানন্দ ডাকাত আসছে বলে মফিজুলকে ঘরের বাইরে পাঠায়। নিত্যানন্দও পিছু পিছু যান। এ সময় জনি মোল্লা তার বন্ধু মফিজুলকে গুলি করে পালিয়ে যায়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মুবাশশিরা হাবীব খান বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন আদালতে দায় স্বীকার করেছেন। অপরজন জনির রিমান্ড আবেদন করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আরও নিশ্চিতভাবে বলা যাবে। তদন্তের স্বার্থে এখন সব কিছু প্রকাশ করা যাচ্ছে না।