চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় বহু হতাহত

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় দেশটির ১৫ জন নাগরিকসহ মোট ১৬ জন যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩৬ জন যাত্রী।

ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, গতকাল (২২ আগস্ট) মঙ্গলবার স্থানীয় সময় ভোরে মেক্সিকোর মধ্যাঞ্চলে মিয়াহুয়াতলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে একটি ট্রেলারের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে দুর্ঘটনায় বাসে থাকা ১৫ জন মেক্সিকান নাগরিক এবং ১ জন ভেনেজুয়েলার নাগরিক মারা যায়।

Bkash

এই ঘটনায় আহত ৩৬ জন যাত্রীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে ৯ জন ভেনিজুয়েলার নাগরিক। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৫২ জন যাত্রী ছিলেন, এর মধ্যে ভেনেজুয়েলার নাগরিক ছিলেন ১০ জন।

মেক্সিকোর অভিবাসী সংস্থা আইএনএম জানিয়েছে, নিহত ভেনিজুয়েলার নাগরিকের দেহ দ্রুত তার দেশে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View