দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন মারা গেছেন। এর মধ্যে রাজধানীতে ৮ জন এবং এর বাইরে ৭ জন। এই নিয়ে চলতি বছরে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৭৯ জনে।
শনিবার ৭ অক্টোবর স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দু’হাজার ১৫৮ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৫৮৫ জন এবং ঢাকা মহানগরীর বাইরের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫৭৩ জন।







