চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ১৫

KSRM

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ভবনে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই।

বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

Bkash

রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে দামেস্কের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ক্ষেপণাস্ত্র হামলার কারণ এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, ইসরায়েলি রকেট দামেস্কের কাফর সুসা এলাকার আশপাশের একটি ভবনে আঘাত করে। ঘনবসতিপূর্ণ এলাকায় হামলা হওয়ায় অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

Reneta June

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মধ্যরাতের পরেই দামেস্কের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে ইসরায়েল। এতে ৫জন নাগরিক নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন। হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে সিরিয়ার সামরিক বাহিনী।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View