২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে রেলপথ অবকাঠামোতে ১৪ হাজার ৯৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা মন্ত্রণালয়ের মোট বরাদ্দের ৫.৭ শতাংশ।
বৃহস্পতিবার ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, ৩০ বছর মেয়াদি ‘Railway Master Plan’ এর আওতায় সরকার রেলখাতের উন্নয়নে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে।
অর্থমন্ত্রী বলেন, রেলখাত উন্নয়নে বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল- পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প।
এছাড়াও চলমান কার্যক্রমের মধ্যে রয়েছে- যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু, দোহাজারী হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মায়ানমারের নিকটে গুনদুম পর্যন্ত ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ।

গত অর্থবছরে রেলখাতে বাজেট ধরা হয়েছিল ১৪ হাজার ৯২৯ কোটি টাকা। তবে পরে তা কমিয়ে ১২ হাজার ৫৯৬ কোটি টাকা করা হয়।
বিজ্ঞাপন