চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বড় জয় পেয়েছেন ডা. দীপু মনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে স্বতন্ত্র প্রার্থী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে হারিয়েছেন ৮৪ হাজার ৮৬৩ ভোটে।
রোববার সকাল ৮টা থেকে সারাদেশ জুড়ে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ শেষ হয় বিকেল চারটায়। চাঁদপুর-৩ আসনে দীপু মনি পেয়েছেন এক লাখ ৯ হাজার ৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ১৮৩ ভোট।
আসনটিতে ১৬৫ ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ আট হাজার ৯৩৪জন। দীপু মনিসহ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ প্রার্থী।







