এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের একটি শিপইয়ার্ড জাহাজ কাটার সময় বয়লার বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। দুপুর ২টার দিকে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।
আহতরা হলেন, আহাম্মদ উল্লাহ, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ বরকত, হাবিল আহমেদ, মোহাম্মদ নিয়ামুল হক, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খাইরুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সবার শরীরের ২৫ থেকে ৯০ ভাগ পুড়ে গেছে। তাদের মধ্যে মো. জাহাঙ্গীরের ৭০ ভাগ, আহমদ উল্লাহর ৯০ ভাগ, কাশেমের ৩৫ ভাগ, সাগরের ২৫ ভাগ, আল আমিনের ৮০, মইনুলের ৮০ ভাগ, হাবিবের ৪০ ভাগ, বরকতের ৫০ ভাগ, আনোয়ারের ২৫ ভাগ, রফিকের ১০ ভাগ পুড়ে যায়। এ ছাড়া রফিকুল ও সাইফুল সামান্য দগ্ধ হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. রফিক উদ্দিন বলেন, তিনজন ছাড়া বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবার শ্বাসনালি পুড়ে গেছে।







