ফ্লোরিডায় হারিকেন ইয়ানের আঘাতে ১০ জনের মৃত্যু
প্রলয়ঙ্করী হারিকেন ইয়ানের তাণ্ডবলীলায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কমপক্ষে ১০ জনের মৃত্য হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েয়ে পুরো অঙ্গরাজ্যটি। ক্যাটাগরি ৪ মাত্রার এই হারিকেনের আঘাতে বন্যা ও ভূমিধসের পাশাপাশি বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন ফ্লোরিডার ২৬ লাখ বসিন্দা। ইয়ান ফ্লোরিডার ইতিহাসে সব চেয়ে মারাত্মক হারিকেন হতে পারে উল্লেখ করে স্থানীয় প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।