১০ ডিসেম্বর গণসমাবেশের জন্য নয়াপল্টন দলীয় কার্যালয়ের সঙ্গে নতুন করে কমলাপুর স্টেডিয়াম মাঠের নাম প্রস্তাব করেছে বিএনপি। বিকল্প স্থানের বিষয় নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি প্রতিনিধি দল।

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক থেকে বের হয়ে বিএনপি নেতারা এ তথ্য জানান।
বিএনপি নেতারা বলেন, সমাবেশের জন্য নয়াপল্টন দলীয় কার্যালয়ের সঙ্গে নতুন করে কমলাপুর স্টেডিয়াম মাঠের নাম প্রস্তাব করেছে বিএনপি। তবে ডিএমপির পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সঙ্গে নতুন করে মিরপুর বাংলা কলেজ মাঠের নাম প্রস্তাব করা হয়েছে।
রাতেই বিএনপি প্রতিনিধি দল বাংলা কলেজ ও কমলাপুর স্টেডিয়াম মাঠ পরিদর্শন করবে। এরপর কোথায় সমাবেশ হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান বিএনপি নেতারা।
সারাদেশে বিএনপি’র টানা ৯টি বিভাগীয় সমাবেশের পর ঢাকার ১০ ডিসেম্বর (শনিবার) বিএনপির সমাবেশ ঘিরে সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে পল্টন এলাকা। বুধবার নয়াপল্টন এলাকায় পুলিশ বিএনপি- সংঘর্ষ, একজনের মৃত্যু ও নেতাকর্মী গ্রেপ্তারসহ কিছু ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে। বৃহস্পতিবারও নয়া পল্টনে পুলিশের অবস্থান থাকে। এ অবস্থায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব।