আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙ্গামাটির রাজস্থলীতে আঞ্চলিক সংগঠনের দুই গ্রুপের গোলাগুলিতে ১ জন নিহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১টার সময় রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের ওগারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাজস্থলী থানার অফিসার ইনচার্জ জাকির হোসাইন।
তিনি জানান, রাজস্থলী উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দূরে দূর্গম পাহাড়ি এলাকায় গতকাল রাতে এ গোলাগুলির ঘটনার ঘটেছে। সকালে আামরা ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইউনিফর্ম পরিহিত একজনের লাশ উদ্ধার করছি।
নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস- সন্তু লারমা গ্রুপ )সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।