চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শ্রীলঙ্কায় অস্থিরতার পর হতে যাচ্ছে প্রথম নির্বাচন

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পালিয়ে যাওয়ার পর ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট দেখা দেয় দক্ষিণ এশিয়ার দেশটিতে। ধীরে ধীরে সংকট কেটে উঠতে শুরু করছে দেশটি। এরই মাঝে দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা করেছে সরকার। যেখানে বর্তমান সরকারের জনপ্রিয়তারও পরীক্ষা হবে।

বুধবার কর্মকর্তারা বলেছেন, মহামারী ও দেশব্যাপী অস্থিরতার কারণে প্রায় এক বছর বিলম্বিত হওয়ার পর, চলতি বছরের ফেব্রুয়ারির শেষভাগে অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচন।

দেশটির নির্বাচন কমিশন একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, দেশজুড়ে ৮ হাজারেরও বেশি কাউন্সিলর পদে নিবার্চন হবে। আগামী ১৮ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন উন্মুক্ত হবে, তারপরে ২৮ দিনের মধ্যে ভোট অনুষ্ঠিত হবে।

সাংবিধানিকভাবে, ২০২৪ সালের শেষ প্রান্তিকের আগে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে না।