চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৯ দফা দবিতে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকলে কর্মবিরতি অব্যাহত

বকেয়া পাওনাসহ ৯ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। শনিবার ভোর ৬টায় স্ব-স্ব কর্মস্থলে না গিয়ে পাটকলের প্রায় অর্ধলাখ শ্রমিক আন্দোলনের ষষ্ঠ দিনে এ কর্মসূচী পালন করে। এছাড়া ৩ ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচী পালন করবে তারা।

পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরী বেতন পরিশোধ, মজুরী কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহের মজুরি প্রতি সপ্তাহে প্রদানসহ ৯ দফা দাবিতে পাটকল শ্রমিক লীগের ডাকে দীর্ঘ দিন শ্রমিকরা রাজপথে আন্দোলন করছে।

বিকেল ৪টায় ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, আলীম, ইস্টার্ন, কার্পেটিং ও জেজেধাই জুট মিলের শ্রমিকরা থালা হাতে নিয়ে স্ব-স্ব মিল গেটে সমবেত হবে। পরে বিকাল ৪টায় বিক্ষোভ মিছিল নিয়ে নতুন রাস্তা মোড়, আটরা ও রাজঘাটের খুলনা-যশোর মহাসড়কে অবস্থান নেবে শ্রমিকরা।

সেখানে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচীতে অংশ নেবে আন্দোলনকারীরা।