চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৮ বছর পর ক্যামেরার পেছনে আফসানা মিমি

২০০৯ সালে ইন্তেখাব দিনার, জন কবির আর সানজিদা প্রীতিকে নিয়ে একটি নাটক তৈরি করেছিলেন আফসানা মিমি। নাটকের নাম ‘একা অথবা কয়েকজন’। ওই সময় নাটকটি প্রচার হয়েছিল একুশে টিভিতে। এরপর নাটকের পরিচালক আফসানা মিমিকে আর দেখা যায়নি। এবার তিনি একটি টেলিছবি তৈরি করেছেন, নাম ‘রূপকথা নয়’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উন্নয়ন উদ্যোগে প্রান্তিক পর্যায়ের মানুষের যে সাফল্য, সেই সাফল্য নিয়ে টেলিছবিটির গল্প। লিখেছেন হারুন রশীদ। অভিনয় করেছেন আজিজুল হাকিম, আজাদ আবুল কালাম, সানজিদা প্রীতি, শর্মীমালা, সদ্য প্রয়াত নাজমুল হুদা বাচ্চু, খায়রুল আলম সবুজ, ওয়াহিদা মল্লিক জলি, মোমেনা চৌধুরী, সাঈদ বাবু এবং আফসানা মিমির প্রতিষ্ঠান বিএফটিএর কয়েকজন শিক্ষার্থী।

আফসানা মিমি জানান, তিনি মানিকগঞ্জে টেলিছবিটির শুটিং করেছেন রমজান মাসে। ওই সময় ছিল বৈরি আবহাওয়া। তাই কাজটি শেষ করার জন্য সবাইকে যথেষ্ট কষ্ট করতে হয়েছে।

বললেন, ‘যে কোনো নির্মাণ তো সব সময়ই উপভোগ করি। আর তা যদি হয় একক নাটক কিংবা টেলিছবি, তাহলে ভালো লাগার মাত্রা আরও বেড়ে যায়। এবারও তেমনই হয়েছে।’

আরও জানালেন, ‘রূপকথা নয়’ টেলিছবিটি এ মাসেই বাংলাদেশ টেলিভিশনে দেখানো হবে।