চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার টিকা কিনতে যত টাকা লাগুক তার সংস্থান বাজেটে করা আছে, অর্থ নিয়ে কোন সংকট হবে না। কমপক্ষে ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে।

বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন, সরকার করোনার টিকা কিনতে প্রথম থেকেই সচেষ্ট ছিল, সেই অনুযায়ী ভারতকে আগাম টাকাও দেয়া হয়েছিল।

সরকারের সমালোচনা থাকবেই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সব সময় তৃণমূলের গরীব মানুষের জন্য নীতি গ্রহণ করে।

করোনারালেও অর্থনীতি সচল রাখায় দেশের সব মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।