চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৭ হাজার কর্মী ছাটাই করছে সেভরন

চরম আর্থিক ক্ষতির মুখে ৭ হাজার কর্মীকে ছাঁটাই করছে মার্কিন জ্বালানি কোম্পানি সেভরন। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় ব্যবসায় ব্যাপক পরিমাণে লোকসানের পর মোট কর্মীর ১১ শতাংই ছাঁটাই করছে কোম্পানিটি।

শুক্রবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, আগামী বছর মূলধন ও গবেষণামূলক খরচ এক-চতুর্থাংশ কমানো হবে। এর পর তেলের বাজারের অবস্থা দেখে ২০১৭ ও ২০১৮ সালে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সেভরনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জন ওয়াটসন বলেন, কম বিনিয়োগের কারণে আমরা ৬ থেকে ৭ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছি। অপারেটিং ও প্রশাসনিক খরচ গত বছরের তুলনায় এবছর ৭ শতাংশ কম ছিলো এবং এটা সম্ভবত আরো কমবে।

জ্বালানির দাম কমে যাওয়ায় ৬৪ শতাংশ লাভ কমে গেছে যুক্তরাষ্ট্রে ফক্সনস মোবাইল কোম্পানির পর দ্বিতীয় বৃহত্তম সেভরনের। এই বছর তদের ক্ষতির পরিমাণ ২ বিলিয়ন ডলার। ২০১৪ সালের ১০০ ডলার থেকে কমে চলতি মাসে তেলের দাম দাঁড়িয়েছে ৫০ ডলারে।