চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৭৫ লাখের মরিস এখন আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি

অতীতের দু’মৌসুমের পারফরম্যান্স আভাস দিচ্ছিল ক্রিস মরিসকে নিয়ে লড়াই একটা হবে। ভিত্তিমূল্য দেখে সেটা অবশ্য বোঝার উপায় ছিল না। সবে ৭৫ লাখ রুপির একজনের দাম কতইবা উঠতে পারে! সব পরিসংখ্যান আর হিসাবকে ছাপিয়ে গেলেন সাউথ আফ্রিকান অলরাউন্ডার। চার দলের টানাটানিতে হয়ে গেলেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার।

১৬ কোটি ২৫ লাখ রুপিতে ক্রিস মরিসকে দলে টেনেছে রাজস্থান রয়্যালস। কার্যকরী পেসার আর ব্যাট হাতে ফিনিশারের দায়িত্ব পালন করা অলরাউন্ডারের জন্য ঝাপিয়েছিল সাবেক দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংসও।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে মরিস ছাড়িয়ে গেছেন যুবরাজ সিংকে। ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলসে ১৬ কোটি রুপিতে বিক্রি হয়েছিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো অলরাউন্ডার। মরিসের আগে ১৪ কোটিতে ২৫ লাখ রুপিতে বিক্রি হওয়া ম্যাক্সওয়েলও আছেন সবচেয়ে দামি পাঁচ খেলোয়াড়ের তালিকায়।

আশানুরূপ দাম পাননি টি-টুয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ডেভিড মালান। ১.৫ কোটিতে ইংলিশ তারকাকে ভিত্তিমূল্যেই কিনেছে পাঞ্জাব কিংস।