চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৭৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

সাউথ আফ্রিকার বিপক্ষে ৮৪ রানে অলআউট হওয়ার পর টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বোলিং তোপে ৭৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। অ্যাডাম জাম্পা ৫ উইকেট নিয়ে একাই ধসিয়ে দেন ব্যাটিং লাইন।

শামীম হোসেন ১৯, নাঈম শেখ ১৭ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করেন ১৬ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

শুরুর মতো শেষেও টপাটপ উইকট হারিয়েছে বাংলাদেশ। হাল ধরতে পারেননি কেউ। বিশ্বকাপজুড়েই বাংলাদেশ দলের দুর্দশার কারণ হয়ে থাকল ব্যাটিং। দুবাইয়ে অজিদের বিপক্ষে বাংলাদেশের ভাগ্য লেখা হয়ে যায় শুরুতেই। ৬.১ ওভারে যখন সাজঘরে ফেরেন পাঁচ ব্যাটার। তাদের বোলিংয়ের সামনে শুরুতেই সাজঘরে ফিরে যান লিটন দাস (০), সৌম্য সরকার (৫) ও মুশফিকুর রহিম (১)।

টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওভারে উইকেট হারায় বাংলাদেশ। উইকেট শিকারিরা হলেন মিশেল স্টার্ক, জস হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল।

শুরুর বাজে অবস্থা থেকে আর বের হতে পারেনি দল। ১৫ ওভারে গুটিয়ে যায় ৭৩ রানে। টি-টুয়েন্টিতে বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ ৭০ রান। ২০১৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে।