চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

৭০ বছরের ‘নীতি’ ভাঙলো জাপান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশের মাটিতে সেনা পাঠাতে বিল পাস করেছে জাপানের পার্লামেন্ট। এরমধ্য দিয়ে ৭০ বছর আগে ‘আত্মরক্ষা ছাড়া যুদ্ধে না জড়ানো’র যে শপথ জাপান নিয়েছিলো তা থেকে সরে আসলো দেশটি।

১৪৮-৯০ ভোটে বিলটি নিম্নকক্ষে পাস হলেও এ নিয়ে কয়েক মাস ধরেই বিতর্ক চলছিলো। পার্লামেন্টের ভেতরে বিরোধী দলের সঙ্গে সরকার পক্ষের হাতাহাতিতে ভোটাভুটি প্রক্রিয়া কয়েক ঘণ্টা পিছিয়েও যায়।

চীনের সাম্প্রতিক সামরিক ক্ষমতা বৃদ্ধিকে হুমকি হিসেবে দেখিয়ে বিলটি পাস করানো হয়েছে। তবে অধিকাংশ জাপনি ছিলেন বিলটির বিরুদ্ধে।

বিল পাসের সময়েও পার্লামেন্ট ভবনের বাইরে হাজারো মানুষ বিক্ষোভ করে। তাদের আশঙ্কা বিল পাসের ফলে মার্কিন নেতৃত্বে অপ্রয়োজনীয় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে জাপান।