চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক ৬দফা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ আশা করছে, বঙ্গবন্ধুর অবদানের ধারাবাহিকতায় অচিরেই ভারতের সঙ্গে অমীমাংসিত সব ইস্যুর শান্তিপূর্ণ সমাধান হবে।

বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা পরাধীন বাঙালিকে এনে দিয়েছিলো মুক্তির সোপান।১৯৬৬ সাল থেকে ৭০ এর নির্বাচন পর্যন্ত ৬ দফাই ছিলো সমস্ত রাজনীতির কেন্দ্রবিন্দু, যে কারণে বঙ্গবন্ধুকে কারাবরণও করতে হয়েছে কয়েকবার।

ঐতিহাসিক এ দিবসটি উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি ও কেন্দ্রীয় নেতারা।

৪২ বছর পর মুজিব-ইন্দিরা চুক্তির বাস্তবায়নকে ঐতিহাসিক উল্লেখ করে নরেন্দ্র মোদির ঢাকা সফর দু’দেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা।

আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনও শ্রদ্ধা জানিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে।