চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৬৮ মিলিয়ন ডলারে আমাজনের সঙ্গে সমঝোতা!

উডি অ্যালেনের বিরুদ্ধে যখন অভিযোগ উঠেছিল যে তিনি তার দত্তক নেয়া কন্যাকে ধর্ষণ করেছেন, তখন আমাজন স্টুডিও তাদের চুক্তি ভেঙে দিয়েছিল। ফেব্রুয়ারিতে আমাজনের বিরুদ্ধে মামলা করেছিলেন উডি অ্যালেন। শেষমেশ আমাজনের স্টুডিওর সঙ্গে সমঝোতায় এসেছেন অস্কার জয়ী বিখ্যাত নির্মাতা উডি অ্যালেন।

মিটু মুভমেন্ট-এর সময় উডি অ্যালেনের বিরুদ্ধে তার দত্তক কন্যা ডিলাম ফ্যারোকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। যদিও তিনি এই ঘটনায় নিজেকে নির্দোষ দাবী করে আসছেন।

কিন্তু বিতর্কিত হওয়ায় আমাজন স্টুডিও উডি অ্যালেনের সঙ্গে করা চারটি সিনেমার চুক্তি বাতিল করে। এতে অ্যালেন ক্ষেপে গিয়ে মামলা করেছিলেন। সম্প্রতি ৬৮ মিলিয়ন ডলারের বিনিময়ে এই মামলার সমঝোতা করা হয়েছে।

শুক্রবার অ্যালেন এবং আমাজন স্টুডিও এই মামলার সমঝোতার সব কাগজপত্রের কাজ সম্পন্ন করেছেন নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে।

মার্কিন জীবিত নির্মাদের মধ্যে সবচেয়ে দাপুটে নির্মাতা হিসেবে গণ্য করা হয় উডি অ্যালেনকে। তার নির্মিত অ্যানি হল এবং মিড নাইট ইন প্যারিস-বিশ্বব্যাপী প্রশংসিত।