চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বেশি অর্থ দিয়ে হলেও সারাবিশ্বের চিন্তায় এখন ৫জি

প্রযুক্তি বিশ্বের নতুন চিন্তা এখন ৫জি নিয়ে। খরচ বেশি হলেও ৫জি সুবিধা নিতে আগ্রহ রয়েছে বিশ্বের অধিকাংশ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মাঝে।

সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাজার গবেষণা সংস্থা গার্টনার।

গার্টনারের বৈশ্বিক এ প্রতিবেদনে বলা হয়েছে, ৪জি’র তুলনায় বেশি খরচ দিয়ে হলেও ৫জি সেবা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে আগ্রহী বিশ্বের ৭৫ শতাংশ প্রান্তিক টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান। তবে ২৪ শতাংশ প্রতিষ্ঠান বাড়তি খরচ করে ৫জি’র জন্য প্রস্তুতি নিতে আগ্রহী নয়।

এ প্রসঙ্গে গার্টনারের একজন গবেষক জানান, অন্যান্য খাতের তুলনায় টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানগুলোর মাঝেই ৫জি নিয়ে বেশি আগ্রহ দেখা গেছে। তবে উৎপাদন, সেবা এবং সরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর মাঝে এ নিয়ে তেমন আগ্রহ নেই বলেও জানান তিনি।

৫জি ইন্টারনেট

গার্টনারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় ৫৭ শতাংশ মানুষ ইন্টারনেট অব থিংস বা আইওটি’র জন্য ৫জি ব্যবহার করবেন। তবে ভিডিও দেখার কাজে ৫জি’ ব্যবহারের কথাও জানিয়েছেন অনেকে।

ধারণা করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে বাণিজ্যিকভাবে ৫জি সেবা চালু হয়ে যাবে। তবে গার্টনারের মতে, ২০২০ সালের মাঝে বিশ্বের মাত্র ৩ শতাংশ সেবাদাতা প্রতিষ্ঠান পুরোপুরিভাবে এ সেবা দিতে পারবে।