চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৪০ বছর পর হলেও গুম-খুনের বিচার হবে: বিএনপি

দেশে উদ্বেগজনক হারে গুম-খুন বেড়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৪০ বছর পর হলেও এইসব গুম-খুনের বিচার হবে।

বৃস্পতিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এক বছর ধরে নিখোঁজ তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদল নেতা আমিনুল ইসলাম জাকিরের দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

বিএনপির নতুন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে সংক্ষিপ্ত বক্তৃতায় এ কথা বলেন। তিনি আরও বলেন, একের পর এক দলীয় নেতাকর্মীদের গুম করা হচ্ছে। সবাই সোচ্চার হলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র ফিরে আসবে। মানুষ মৌলিক অধিকার ফিরে পাবে।

গুম খুনের বিরুদ্ধে আন্দোলনে সবাইকে পাশে চেয়েছেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে শুধু গুম-খুন নয়; সব ধরনের অপরাধেরই বিচার হবে।