চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৩ ঘণ্টার চেষ্টায় মিরপুরে চলন্তিকা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তির আগুন আয়ত্ত্বে আনার আগ পর্যন্ত আগুনে হাজারের বেশি ঘর পুড়ে গেছে। আগুন লাগার পর থেকে প্রায় সারা রাত ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করতে থাকে। কয়েকজন আহত হলেও কোন প্রাণহানি হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঈদে আনন্দের রেশ কাটতে না কাটতেই মিরপুরের ঝিলপারের বস্তিতে নেমে এসেছে শোক। ৬ ও ৭ নম্বর সেক্টরের মাঝামাঝিতে এই বস্তির বিশাল এলাকা জুড়ে আগুন লাগে শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭ টা দিকে। আগুনের শিখা থেকে ছড়িয়ে পড়ে পাশের আল আরাবিয়া মসজিদেও।

ঈদুল আযহার কারণে অনেকেই নিজ বাড়িতে ছিলেন, অনেকেই খবর পেয়ে ছুটে এসেছেন, একমাত্র সহায় সম্বল হারিয়ে অনেকেই নিঃস্ব।

রাত বারটার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। কিভাবে আগুন লাগলো তা তদন্ত করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।