চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৩ আসনেই খালেদা জিয়ার মনোনয়ন বাতিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ৩টি মনোনয়নপত্রই বাতিল ঘোষণা করা হয়েছে।

সাবেক এই প্রধানমন্ত্রীর পক্ষে বগুড়া-৬, বগুড়া-৭, ফেনী-১ আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল।

রোববার সকালে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

খালেদা জিয়ার আসনে বিকল্প হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বগুড়া-৭, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন বগুড়া-৬ এবং ঢাকা মহানগর (দক্ষিণ) যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেন।

এছাড়াও বিকেল পর্যন্ত সারা দেশের অসংখ্য হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিলের খবর পাওয়া গেছে। এদের বেশিরভাই বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী।

এদের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, মোরশেদ খান, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী, বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, বিএনপি নেতা সেলিম ভুইয়া, স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকার, বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরী, বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, গোলাম মাওলা রনি প্রমুখ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল গত ২৮ নভেম্বর। আজ ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর; আর প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। ভোট ৩০ ডিসেম্বর।