চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৩৪ বছর আগের মামলায় সিধুর এক বছরের জেল

ভারতের সাবেক ক্রিকেটার নভোজাৎ সিং সিধুকে ৩৪ বছর আগের ‘রোড রেজ’ মামলায় একজনের মৃত্যুর দায়ে একবছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট দণ্ডবিধির ৩২৩ ধারায় আদেশটি দেন। বিচারপতি এএম খানউইলকর এবং এসকে কৌলের বেঞ্চে এসেছে রায়।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

৫৮ বর্ষী সিধুকে এর আগে উচ্চ আদালত এক হাজার রুপি জরিমানা করে অব্যাহতি দিয়েছিল। নিহতের পরিবারের দায়ের করা আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্ট শাস্তির সুযোগ বাড়িয়েছে।

১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর পাতিয়ালা শেরানওয়ালার গেট ক্রসিংয়ের কাছে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন সিধু। এসময় নিহত গুরনাম সিং দুজনের সঙ্গে ব্যাংকে টাকা উত্তোলন করতে যাচ্ছিলেন।

গুরনাম সেসময় সিধুকে গাড়ি সরাতে বলেন। সিধু ও তার সঙ্গে থাকা এক ব্যক্তি গাড়ি সরাতে রাজি হননি। কথা কাটাকাটির এক পর্যায়ে গুরনামের মাথায় সিধু আঘাত করে বসেন। পরে গুরনামের মৃত্যু হয়।

ভারতের হয়ে ৫১ টেস্ট খেলে সিধু ১৫ হাফসেঞ্চুরি ও ৯ সেঞ্চুরিতে ৪২.১৩ গড়ে করেছিলেন ৩,২০২ রান। ১৩৬ ওয়ানডে খেলে ৩৩ ফিফটি ও ৬ সেঞ্চুরিতে ৩৭.০৮ গড়ে ৪,৪১৩ রান করেছেন।