চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

৩২ কিলোমিটার হেঁটে যথাসময়ে অফিসে আসায় গাড়ি উপহার

কর্মস্থলে প্রথম দিন নির্ধারিত সময়ে পৌঁছানো একটা চ্যালেঞ্জই বটে! তবে ৩২ কিলমিটার একটানা হেঁটে সঠিক সময়ে পৌঁছে প্রতিষ্ঠানের মন জয় করে গাড়ি উপহার পাওয়ার নজির হয়ত খুব একটা দেখা যায় না। এমনই অসম্ভবকে সম্ভব করে দেখালেন মার্কিন নাগরিক ওয়াল্টার কার।

হঠাৎ করেই নষ্ট হয়ে যায় ওয়াল্টারের গাড়িটি। কিন্তু তাকে নির্ধারিত সময় পৌঁছাতে হবে যুক্তরাষ্ট্রের আলাবামা প্রতিষ্ঠানে। সময় মতো না পৌঁছালে হয়ত চাকরি হাতছাড়া হবে। তাই পায়ে হেঁটেই রওনা দেন ওয়াল্টার।

ওয়াল্টারের এমন দায়িত্ববোধ দেখে বেজায় খুশি তার কোম্পানি আলবামা। ঠিক করলেন এমন নিষ্ঠাবান কর্মীকে বরং একটা নতুন গাড়িই উপহার দেয়া যাক।

নিমিষেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। সবাই ওয়াল্টার কারের প্রশংসায় ভাসছেন। তবে ছেলের এমন কর্মকাণ্ডের ব্যাপারে কিছুই জানতেন না কারের পরিবার। যখন সামাজিক মাধ্যমগুলোতে প্রচার এবং শেয়ার হতে থাকে পরিবার তখন জানতে পারে।

আবেগে আপ্লুত হয়ে ওয়াল্টার বলেন, আমি কেবল দেখাতে চেয়েছিলাম কতোটা নিবেদিত প্রাণ মানুষ আমি।