চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৩০ হাজার ডলারে ক্যারিয়ার শুরু টম ক্রুজের!

৫৮ বছর বয়সেও ‘মিশন: ইম্পসিবল’ বলে কিছু নেই টম ক্রুজের কাছে…

প্রায় চার দশকের ক্যারিয়ার হলিউড সুপারস্টার টম ক্রুজের। অসাধারণ অভিনয়, অ্যাকশনের দক্ষতায় নিজেকে সফলতার শীর্ষে নিয়ে গিয়েছেন টম ক্রুজ। সব কিছুতেই যেন ‘পারফেক্ট’ তিনি। ৫৮ বছর বয়সেও ‘মিশন: ইম্পসিবল’ বলে কিছু নেই তার জন্য।

প্রথম সিনেমা ‘এন্ডলেস লাভ’-এ তিনি পারিশ্রমিক পেয়েছিলেন ৩০ হাজার ডলার। প্রথম ছবিতেই বাজিমাত করেছেন। সর্বশেষ মুক্তি পাওয়া ‘মিশন: ইম্পসিবল-ফলআউট’-এ টম ক্রুজ পারিশ্রমিক নিয়েছেন ২৮ মিলিয়ন ডলার!

‘মিশন: ইম্পসিবল’ সিরিজের ষষ্ঠ ছবি ‘মিশন: ইম্পসিবল-ফলআউট’ পুরো বিশ্বে আয় করেছে ৭৯১ মিলিয়ন ডলার। ছবি থেকে লাভের অংশ হিসেবেও বড় অংকের অর্থ পেয়েছেন টম ক্রুজ।

টম ক্রুজ অবশ্য এই সিনেমার পেছনে খাটনিও করেছেন অনেক। প্রায় ২০০০ ঘণ্টা খরচ করেছেন হেলিকপ্টারের সার্টিফাইড পাইলট হওয়ার জন্য। ‘মিশন: ইম্পসিবল-ফলআউট’-এর একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে তাকে হেলিকপ্টার চালাতে হয়েছে। চরিত্রটি নিখুঁতভাবে ফুটিতে তুলতে কোনো চেষ্টা বাকি রাখেননি টম ক্রুজ। -কইমই