চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

২০৩০ সালের মধ্যে বন ধ্বংস রোধে বিশ্বনেতাদের ঐক্যমত

২০৩০ সালের মধ্যে বন ধ্বংস রোধে ঐক্যমতে পৌঁছেছেন বিশ্ব নেতারা। যুক্তরাজ্যে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনে লিডার্স ডায়ালগে প্রায় ২ হাজার কোটি ডলারের পাবলিক-প্রাইভেট ফান্ড গড়ে তোলার প্রতিশ্রুতি এসেছে। 

স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের তৃতীয় দিনেই এই সুখবর দিয়েছেন লিডার্স ডায়ালগে অংশ নেওয়া বিশ্ব নেতারা।

বাংলাদেশসহ বিশ্বের ১শ’ ১০টি দেশ এই দশকের মধ্যে বনভূমি ধ্বংস রোধের প্রতিশ্রুতি দিয়েছে। আমাজন রক্ষা নিয়ে আলোচনা হলেও উঠে আসেনি সুন্দরবনের নাম।

সম্মেলনের ‘ওইম্যান অ্যান্ড ক্লাইমেট শীর্ষক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বাংলাদেশ প্যাভিলিয়নে কিছু সময় কাটান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

বনভূমি রক্ষা ও নতুন বনায়নে চুক্তিতে সুন্দরবনের জন্য বিনিয়োগ প্রত্যশা করেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।