চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

২ মার্চ হরতালে স্বাধীনতার শ্লোগানে প্রকম্পিত ছিল ঢাকার রাজপথ

বাঙালির গর্বের, গৌরবের মাস মার্চ।  এ মাসেই ঘোষিত হয় বাঙালির স্বাধীনতা, বাংলাদেশ নামের একটি নতুন দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তির মরণপণ লড়াইয়ে।

একাত্তরের দোসরা মার্চ পূর্ণ দিবস হরতালে স্বাধীনতার শ্লোগানে প্রকম্পিত ছিল ঢাকার রাজপথ।  বাঁশের লাঠি হাতে হাজার হাজার মানুষের সেই বিখ্যাত শ্লোগান।

ফার্মগেটে পাকিস্তানি সামরিক বাহিনীর গুলি ও বেয়নেট চার্জে হতাহত হন ৯ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন চত্বরে ছাত্র-জনতার সমাবেশে নেতৃত্ব দেন স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, ৪ খলিফাখ্যাত নূরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ, আসম আব্দুর রব ও আব্দুল কুদ্দুস মাখন।

বাংলার আকাশে সবুজ জমিনের ওপর লাল বৃত্তে সোনালী মানচিত্রের পতাকা প্রথম ওড়ান ডাকসুর সে সময়ের ভিপি ছাত্রলীগ নেতা আসম আব্দুর রব।

ন্যাপের উদ্যোগে পল্টন ময়দান এবং জাতীয় লীগ-এর উদ্যোগে বায়তুল মোকাররমে প্রতিবাদ সমাবেশ হয়।

পাকিস্তানি সামরিক শাসকরা এদিন রাত ৮টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত ঢাকায় কারফিউ জারি করে।  কারফিউ ভেঙে রাস্তায় বিক্ষোভ করে হাজার হাজার মানুষ।  আবারো সেনাবাহিনীর গুলিতে রক্তে রঞ্জিত হয় বাংলার মাটি।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: