চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

১৬ গোলে স্থবিরতা ভাঙল বুন্দেসলিগা

ছয় ম্যাচ। পাঁচটিতেই জয়-পরাজয় বা ড্রয়ের ফল এসেছে। কেবল একটি ফলহীন, গোলশূন্যও। মোট ১৬ গোল। প্রায় দুমাস পর ইউরোপের সেরা কোনো লিগের মাঠে ফেরা। এভাবেই করোনাকালের স্থবিরতা ভাঙল জার্মান লিগ বুন্দেসলিগা।

শনিবার রাতে থেমে থাকা মৌসুম ফের মাঠে ফিরিয়েছে জার্মান লিগটি। ফেরার ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড গোল উৎসব করেছে, ৪ বার বল জড়িয়েছে শালকে-০৪ এর জালে। গোলশূন্য ড্র হয়েছে ফরচুনা পাডেরবোর্নের ম্যাচ।

বাকিদের মধ্যে অগসবার্গের বিপক্ষে ১-২ গোলের জয় তুলেছে উলফসবার্গ, হফেনহেইমকে ০-৩ গোলে হারিয়েছে হার্থা বার্লিন, লেইপজিগের সাথে ১-১এ ড্র করেছে ফ্রেইবার্গ, ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ১-৩ গোলের জয় তুলেছে বরুশিয়া মনশেনগ্লাডবাখ।

দর্শকহীন গ্যালারি। শুনশান নীরবতা। নিয়মের বেড়াজাল ছিল। শঙ্কা-উদ্বেগ ছিল। উৎসবের আমেজও ছিল। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে স্থবিরতা ভাঙার প্রতিজ্ঞা ছিল। ফেরার রাতে প্রথম গোলটা আর্লিং ব্রুট হাল্যান্ডের, ম্যাচের ২৯ মিনিটে গোল করে বসেন ডর্টমুন্ড তারকা।

গোল করে সতীর্থরা ছুটে যাননি একে অপরের দিকে। সামাজিক দূরত্ব মেনে করেছেন উদযাপন। করোনাকালে নতুন পরিস্থিতিতে অভ্যস্ত হতে কী কী করতে হবে তার একটা মহড়া যেন। সব শেষে জয়, পূর্ণ পয়েন্ট তোলার স্তুতি, আর ঘরে ফেরার স্বস্তি নিয়ে রাত গভীর হওয়া।