চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

১২ বছরেও শেষ হয়নি শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার রায়

১২ বছরেও শেষ হয়নি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার বিচার কার্যক্রম। দফায় দফায় তদন্তের বেড়াজালে আটকে আছে চূড়ান্ত রায়। এতে সংশয় দেয়া দিয়েছে নিহত ও আহত পরিবারের সদস্যদের।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। সভা শেষে ফেরার সময় দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ নিহত হন ৫ জন। আহত হন ৭০ জন।

ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি পৃথক মামলা দায়ের করা হয়। দফায় দফায় তদন্ত শেষে দীর্ঘ ১০ বছর পর বিচার কার্যক্রম শুরু হয় ২০১৫ সালে। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে এই দুইটি মামলার বিচারকার্য শুরু হলেও এখন শুধু হত্যা মামলার সাক্ষ্য চলছে সিলেট দ্রত বিচার আদালতে।

কয়েক দফা তদন্ত শেষে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র জি কে গউছ ও হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ৩২ জনের বিরুদ্ধে দু’টি মামলারই চার্জশীট দেন তদন্ত কর্মকর্তা।