চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তিন দিনব্যাপী ‘সেলিম আল দীন স্মরণোৎসব ১৪২৪’

১৪ জানুয়ারি বরেণ্য নাট্যকার ও গবেষক সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী। তাঁর স্মরণে তিন দিনব্যাপী ‘সেলিম আল দীন স্মরণোৎসব ১৪২৪’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ জানুয়ারি শুক্রবার।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে (৭ম তলা) ১২ জানুয়ারি শুক্রবার সকাল ১১টায় সেমিনার দিয়ে শুরু হবে এ স্মরণোৎসব। মূল প্রবন্ধ থাকবে মাসুম রেজার। আলোচক হিসেবে থাকবেন  ইউসুফ হাসান অর্ক, সাধনা আহমেদ, মাসউদ ইমরান মান্নু, সোহেল হাসান গালিব, আবু সাইদ তুলু, আলতাফ শাহনেওয়াজ।

দ্বিতীয় দিন ১৩ জানুয়ারি শনিবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের পরিবেশনায় সেলিম আল দীনের লেখা ও নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় নাটক ‘নিমজ্জন’।

১৪ জানুয়ারি রবিবার তৃতীয় এবং শেষ দিনে সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। সেদিন সন্ধ্যা সাতটায় সেলিম আল দীনের রচনায় ও শিমুল ইউসুফের নির্দেশনায় ঢাকা থিয়েটার পরিবেশন করবে নাটক ‘ধাবমান’। এ নাটকটির মঞ্চায়ন হবে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে।

পুরো উৎসবের আয়োজনে আছে ঢাকা থিয়েটার এবং বাংলাদেশ গ্রাম থিয়েটার।