চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হ্যাটট্রিকে স্টার্কের অ্যাশেজ বার্তা

অ্যাশেজ শুরু হতে আর মাত্র দিন পনের বাকি। তার আগে ইংল্যান্ড ব্যাটসম্যানদের বার্তাই দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ান পেস ব্যাটারির প্রধান সৈনিক মিচেল স্টার্ক। ঘরোয়া ক্রিকেটে হ্যাটট্রিক করে ইংলিশদের কঠিন বার্তা দিয়ে নিজের প্রস্তুতিটা সেরে রাখলেন অজি পেসার।

ইনজুরির কারণে ভারত সফরে দলের সঙ্গে ছিলেন না। পুরো সিরিজেই দলকে বোলিং নিয়ে ভুগতে হয়েছে। অ্যাশেজে যাতে ফিট স্টার্ককে পাওয়া যায় সেজন্য লম্বা বিরতি দেওয়া হয়। তরতাজা হয়ে মাঠে ফিরে এখন আগুন ঝরাচ্ছেন স্টার্ক।

ঘরোয়া পাঁচ দিনের ম্যাচে জাতীয় দলের অধিনায়ক স্টিভেন স্মিথের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউ সাউথ ওয়েলসের হয়ে হ্যাটট্রিক তুলে নেন স্টার্ক। একে একে ফিরিয়ে দেন জেসন বেহেরেন্ডোরাফ, ডেভিড মুডি ও সিমন ম্যাকিনকে।

মোট ২০ ওভার বল করে ৪৬ রানে ৪ উইকেট নেন স্টার্ক। আর প্রথম ইনিংসে ১৭৬ রানে অলআউট হয় স্মিথের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।

বোলিংয়ে স্টার্কের পর ব্যাটিংয়ে স্মিথকে নিয়ে চিন্তা করবে ইংল্যান্ড। কারণ স্টার্কের হ্যাটট্রিক ইনিংসে দলীয় সর্বোচ্চ ৭৬ রান যে করেছেন অজি অধিনায়কই।