চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হেলিকপ্টারে রেকি করে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে বান্দরবানের থানছি সীমান্তজুড়ে হেলিকপ্টার দিয়ে রেকি করে তারপর অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

যৌথবাহিনী থানছির বড় মদক এলাকা কর্ডন করে অভিযান চালাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ সকালে ঘটনাস্থলে পৌঁছেছেন।

রাঙ্গামাটির রাজস্থলী থেকে আরাকান আর্মির সদস্য অংক্রাউ রাখাইনকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে বিদেশী ঘোড়া, আরাকান আর্মির পোশাক, ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধার হয়েছে।

বুধবার সকালে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে আহত হন বিজিবির দুই সদস্য। এরপর যৌথ অভিযানের ঘোষণা দেন বিজিবি প্রধান। অভিযানের মুখে পিছু হটে আরাকান আর্মির সন্ত্রাসীরা।

এদিন বড় মদকের দোলিয়ন পাড়া ক্যাম্পে বিজিবি’র টহল দলের ওপর গুলি ছোড়ে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা। বিজিবিও পাল্টা গুলি চালায়। গুলিতে আহত বিজিবির নায়েক জাকির এবং সিপাহী আব্দুল গনি চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।