চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হেড দিতে ‘দেড় ঘণ্টা’ বাতাসে ভেসে ছিলেন রোনালদো!

আইজ্যাক নিউটন এই দৃশ্য দেখলে হয়তো আরও একবার নিজের খাতাপত্র বের করে হিসেব কষতেন। দেখে নিতেন মাধ্যাকর্ষণ নিয়ে যে তত্ত্ব তিনি দিয়েছেন, তা নির্ভুল কিনা! না হলে একজন মানুষ কী করে ‘মাধ্যাকর্ষণ’ বিষয়টিকে এভাবে ছুঁড়ে ফেলতে পারেন!

লোকটির নাম? ক্রিস্টিয়ানো রোনালদো। এই প্রথম নয়, আগে বহুবার প্রতিপক্ষ বক্সে তিনি হানা দিয়েছেন এমন লম্বা লাফে, যা হাঁ করে দেখা ছাড়া উপায় থাকে না। গত বুধবার রাতে সেই কাজটাই আরও একবার করেছেন। সিআর সেভেন এতক্ষণ বাতাসে ভেসে থাকেন যে প্রতিপক্ষ সাম্পদোরিয়ার কোচ ক্লদিও রানিয়েরি বলেছেন, ‘রোনালদো যেটা করেছে, সেটা এনবিএতে দেখা যায়। সে যেন দেড় ঘণ্টা বাতাসে ভেসে ছিল।’

অ্যালেক্স সান্দ্রোর ক্রসে হেড করতে লাফিয়ে উঠেছিলেন ৩৪ বছরের রোনালদো। রীতিমতো মেপে দেখা গেছে রোনালদোর পা হেড করার সময় ছিল মাটি থেকে ৭১ সেমি উঁচুতে। মানে প্রায় দু’ফুট চার ইঞ্চি। সেই সময় মাথা ছিল ২৫৬ সেমি উচ্চতায়। অর্থাৎ, আট ফুট চার ইঞ্চির কাছাকাছি। এই গোলেই সিরি আ-র ম্যাচে জুভেন্টাস ২-১এ হারায় সাম্পদোরিয়াকে।’

গোলের পর রোনালদোর মন্তব্য, ‘গোলটা দারুণ ছিল। আমি খুশি দলকে তিন পয়েন্ট এনে দিতে পেরে।’ ম্যাচের পর এরকম সাদামাঠা মন্তব্য করে গেলেও পরে টুইটারে রোনালদো নিজের চারটি ছবি পোস্ট করেন। হেড করতে ওঠা থেকে হেড করে নেমে আসা পর্যন্ত চারটি ফ্রেম। সঙ্গে লেখেন, ‘সিআর সেভেন এয়ার জর্ডান।’ এনবিএর ইতিহাসে শিকাগো বুলসের কিংবদন্তি বাস্কেটবলার মাইকেল জর্ডানকেই ইঙ্গিত করতে চেয়েছেন রোনালদো।