চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক আলোচিত স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে হিরো আলমের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ কাউছার আলী।

আদেশের পর হিরো আলম চ্যানেল আই অনলাইনকে বলেন: আমি এখন খুব খুশি। হাইকোর্টে যে ন্যায় বিচার পাওয়া যায় তা প্রমাণ হলো। ইসি যে বলছিল আমার ভোটার তালিকা ভুয়া তা আজ মিথ্যা প্রমাণ হলো। ইসিকে হাইকোর্ট দেখিয়ে দিলাম।

এর আগে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রোববার হাইকোর্টে রিট করেন আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।

বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন হিরো আলম।

সেই আপিল শুনানি শেষে ইসি হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে।

ইসি কর্তৃক মনোনয়নপত্র বাতিলের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন হিরো আলম।