চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হিজড়াদের মিউজিক ব্যান্ড ‘সিক্স প্যাক’

ভারতে শুধুমাত্র তৃতীয় লিঙ্গভুক্ত বা হিজড়াদের নিয়ে তৈরি প্রথম মিউজিক ব্যান্ড ‘সিক্স প্যাক’ আবির্ভাবেই সারা ভারত জুড়ে হইচই ফেলে দিয়েছে।

বিবিসি বাংলা জানিয়েছে, ছ’জন হিজড়া শিল্পীর এই ব্যান্ড ফ্যারেল উইলিয়ামসের বিখ্যাত ‘হ্যাপি’ গানটি তাদের নিজস্ব ভঙ্গীতে গেয়েছেন। আর ইউটিউবে রিলিজ করার ২৪ ঘণ্টারও কম সময়ে সেই মিউজিক ভিডিও দেখেছেন লক্ষ লক্ষ দর্শক।

বলিউডের সঙ্গীতশিল্পী সোনু নিগম বা নায়িকা অনুষ্কা শর্মাও গলা মিলিয়েছেন এই ব্যান্ডের সঙ্গে। আর এর প্রয়োজকরা আশা করছেন ভারতে হিজড়াদের যে দৃষ্টিতে দেখা হয় তা অনেকটাই পাল্টাতে পারবে এই অভিনব ব্যান্ড সিক্স প্যাক।

ব্যান্ডের লিড ভোকালিস্ট ফিদা খান আর তার পাঁচ সঙ্গী মিলে ফ্যারেল উইলিয়ামসের হ্যাপিকেই নতুন আঙ্গিকে গেয়েছেন– যার নাম ‘হাম হ্যায় হ্যাপি’।

এই সিক্স প্যাক ব্যান্ডের প্রযোজক ভারতের সবচেয়ে নামী চলচ্চিত্র নির্মাতা সংস্থা ইয়াশরাজ ফিল্মসেরই একটি শাখা।

দেড়শরও বেশি হিজড়ার অডিশন নিয়ে তারা বেছে নিয়েছেন সেরা ছ`জন শিল্পীকে– আর সেই আশা জগতাপ, ভাবিকা পাটিল, চাদনি সুবর্ণকার, ফিদা খান এবং কোমল ও রাবিনা জগতাপরা মিলেই তৈরি করেছেন দেশের প্রথম ট্রান্সজেন্ডার মিউজিক ব্যান্ড।

সিক্স প্যাকের গানের একটা বিশেষত্ব হল, হিজড়াদের ট্রেডমার্ক তালিকে খুব কৌশলে এই গানের ভেতর ঢালাওভাবে ব্যবহার করা হয়েছে।

‘সিক্স প্যাক’ গানের মিউজিক ভিডিও দেখুন