চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হিজাব পরে ভারোত্তোলনে সফল, চ্যাম্পিয়ন শরীরচর্চায়

পড়ালেখা করছেন দাঁতের চিকিৎসক হওয়ার জন্য। ২০১৬ সালে শুরু করেন ভারোত্তোলন অনুশীলন। সেখানে সফল হওয়ার পর হঠাৎ অংশ নেন কেরালার বডিবিল্ডিং প্রতিযোগিতায়। তাতে চ্যাম্পিয়ন!

মাজিজিয়া বানু। কেরালার ২৩ বছরের নারী। পরিবারের অনুমতি নিয়ে তিনি এভাবে সব প্রতিবন্ধকতা জয় করে ভারতজুড়ে পরিচিতি পেয়েছেন। কিন্তু কখনো হিজাব ছাড়েননি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

শরীরচর্চায় চ্যাম্পিয়ন হওয়ার পর মাজিজিয়া নিজেই বিশ্বাস করতে পারেননি। এনডিটিভিকে বলেন, ‘বডিবিল্ডিং প্রতিযোগিতায় জেতার পর আমি সত্যি অবাক হয়েছিলাম।’

এই ধরনের খেলায় মাজিজিয়ার আসার ইচ্ছা ছিল না। তিনি ভারোত্তোলন নিয়েই খুশি ছিলেন। কিন্তু হবু স্বামী তাকে উৎসাহ দেন, ‘আমার বাগদত্ত আমাকে এই প্রতিযোগিতায় অংশ নিতে বলে। আমি ভেবেছিলাম হয়তো আমাকে আমার শরীর দেখাতে হবে। কিন্তু ও আমার ভুল ভেঙে দেয়। মিশরীয় নারী অ্যাথলেটদের ছবি দেখিয়ে আমাকে অনুপ্রাণিত করে। তখন মনে হল আমিও করতে পারি।’

হিজাব পরে প্রতিযোগিতায় মাজিজিয়া

মাজিজিয়ার প্রশিক্ষক সামাজও ছাত্রীর এমন সাফল্যে দারুণ খুশি, ‘ও তিনবারের চ্যাম্পিয়ন। ছেলেদের মতো অনুশীলন করে। মানে বলতে চাইছি ও যেভাবে অনুশীলন করে, সেটা ছেলেরাও পারবে না। হিজাব পরে নারীদের এখানে এভাবে খুব কম দেখা যায়। কিন্তু সে সবকিছু জয় করে এখানে আসতে পেরেছে।’

মাজিজিয়া স্বপ্ন দেখেন একদিন তার মতো অন্য নারীরা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে, ‘হিজাবে আমার কোনো সমস্যা হয় না। বরং সেটাই পাচ্ছি, যা আমি চেয়েছি। পিতা-মাতার কাছে কৃতজ্ঞ। সেই সঙ্গে আমার বাগদত্তের কাছেও। আমি মনে করি স্বপ্ন পূরণ করতে সব নারীকে অনুমতি দেয়া উচিত।’