চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হায়দারাবাদে ৩ দিনের বিশ্ব উদ্যোক্তা সম্মেলন শুরু

ভারতের হায়দারাবাদে ৩ দিনের বিশ্ব উদ্যোক্তা সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সম্মেলন উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা ইভাংকা ট্রাম্প।

সংবাদ সম্মেলনে ভারতে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, এশিয়া, বিশেষ করে ভারত ও বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতির দ্রুত বিকাশ ও কর্মক্ষম জনগোষ্ঠী এর কারণ।

অষ্টম বারের মতো বিশ্ব উদ্যোক্তা সম্মেলনের সহ-আয়োজক ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ায় সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের দেড়’শ দেশের প্রায় ২ হাজার উদ্যোক্তা সম্মেলনে অংশ নেবেন।

নারীকে অর্থনীতির মূল ধারায় আনতে এবার মূল প্রতিপাদ্য ধরা হয়েছে “সর্বাগ্রে নারী, সবার জন্য সমৃদ্ধি”। এমনকি সৌদি আরব, আফগানিস্তানসহ কয়েকটি দেশের প্রতিনিধি দলে থাকছেন নারী উদ্যোক্তারা।

বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে আলোচকদের মধ্যে আছেন টেনিস তারকা সানিয়া মির্জা, চেরি ব্লেয়ারসহ বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত নারী প্রধান নির্বাহীরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: