চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হাসপাতালে বোমা হামলায় ক্ষতিপূরণ দেবে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের কুন্দুজে একটি হাসপাতালে বোমা হামলায় হতাহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওই হামলায় চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান এমএসএফের অন্তত ২২ জন কর্মকর্তা ও রোগী নিহত হন।

সপ্তাহখাকে আগে চালানো ওই হামলায় পর ভুল স্বীকার করে যুক্তরাষ্ট্র। এমএসএফ ওই হামলাকে যুদ্ধাপরাধ বলে উল্লেখ করে আন্তর্জাতিকভাবে এর তদন্তের দাবি করেছে।

যুক্তরাষ্ট্র বলছে, হামলায় যারা আহত হয়েছেন তারা এবং নিহতদের আত্মীয় স্বজনেরা এই ক্ষতিপূরণের পাবেন।

এমএসএফের হাসপাতালের ওপর যে হামলা হয়েছে তার পরিণতি মোকাবেলা করা খুবই জরুরী বলে মনে করে প্রতিরক্ষা দপ্তর।

হাসপাতালটি মেরামতের জন্যে যতো অর্থ লাগবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।