চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হাসপাতালগুলোতে কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা

হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত এবং ডেঙ্গু পরীক্ষায় আসা রোগী কমে এসেছে। কর্তৃপক্ষ বলছে, এবারের ডেঙ্গুতে পুরুষের চেয়ে নারী ও শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। মানুষের মধ্যে আতঙ্ক কমে যাওয়ায় হাসপাতালগুলোতে চাপও কিছুটা কমছে।

জুন ও জুলাই মাসে ডেঙ্গু পজেটিভ হওয়া রোগীর সংখ্যা ২৫ শতাংশ থাকলেও আগস্টে তা ৯ শতাংশ। এবছর ডেঙ্গুতে পুরুষের তুলনায় শিশু ও নারীরা বেশি আক্রান্ত হয়েছে। চিকিৎসকরা বলছেন, পুষ্টিহীনতা ও শরীরের রোগ প্রতিরোধ কম থাকা এর প্রধান কারণ।

রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী কমছে। সোহরাওয়ার্দি হাসপাতালে ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৫৯ জন। তিনমাসে এই হাসপাতালে ডেঙ্গু রোগী দুই হাজার তিন’শ আটাশি জনের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি গেছে দুই হাজার চুয়াল্লিশ জন। শিশু হাসপাতালে ১০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ২৫ জন।

সিটি করপোরেশনের উপর সন্তোষ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষরা বলছেন, আগস্টের শেষের দিকে অথবা সেপ্টম্বরের প্রথমদিকে ডেঙ্গু কমে আসবে।

ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর চিকিৎসা শেষে বাড়ি যাবার পর আরও বেশি সচেতন থাকার আহ্বান চিকিৎসকদের।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে: