চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হারানো জায়গা ফিরে পেতে চান নাসির

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কার্যক্রমেই নেই নাসির হোসেন। কিছুদিন আগে বিসিবি একাদশ ও বাংলাদেশ ‘এ’ দল খেলল সিরিজ। অথচ ডাক পাননি বাংলাদেশের হয়ে একশর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা এ ব্যাটিং-অলরাউন্ডার।

হারানো জায়গা ফিরে পেতে নাসির চালিয়ে যাচ্ছেন সংগ্রাম। যার প্রথম ধাপ ফিটনেসে উন্নতি। সেজন্য শের-ই-বাংলা স্টেডিয়ামের জিমে প্রতিদিনই ঝরাচ্ছেন ঘাম।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

হাঁটুতে সার্জারি করানোর পর ৬ মাস বিশ্রাম কাটিয়ে জানুয়ারি-ফেব্রুয়ারিতে বিপিএল দিয়ে মাঠে ফিরেছিলেন নাসির। প্রত্যাবর্তন ভালো হয়নি সিলেট সিক্সার্সের জার্সিতে। ফিটনেস যে পুরোপুরি ফিরে পাননি সেটি বোঝা গেছে তার শারীরিক ভাষাতেই।

পরে ঢাকা প্রিমিয়ার লিগে ফিরে পান কিছুটা ছন্দ। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ৪৪০ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ১০ উইকেট। তাতে অবশ্য নির্বাচকদের মন গলেনি। জাতীয় দল তো দূরের বিষয়, ২৭ বছর বয়সী এ অলরাউন্ডারকে ডাকা হয়নি ‘এ’ দলেও।

ক্যারিয়ারে দুঃসময় চললেও হাল ছাড়ছেন না নাসির। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে শুনিয়েছেন শতভাগ ফিট হয়েই পারফর্ম করে জাতীয় দলে ফেরার লক্ষ্যের কথা।

‘এটা নিয়ে (বিসিবির কোনো দলে নেই) কিছু বলার নেই। হয়ত আমার চেয়ে ভালো খেলোয়াড় আছে। তাই তারা (নির্বাচকরা) এই সিদ্ধান্ত নিয়েছে। আমি চেষ্টা করবো, হয়ত শতভাগ ফিট ছিলাম না, এটাও একটা কারণ হতে পারে আমাকে না রাখার পেছনে। বিশ্বাস করি, ফিট হয়ে পারফর্ম করে আগের জায়গায় থাকব।’

নিজেকে নতুন করে চেনাতে নাসির মঞ্চ হিসেবে পাচ্ছেন সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগ। সেখানে ভালো করতে এ ক্রিকেটারের ভাবনায় কেবলই ফিটনেস, ‘আমাকে ফিট হতে হবে। কারণ শতভাগ ফিট ছিলাম না বিপিএল এবং প্রিমিয়ার লিগ খেলার সময়। চেষ্টা করছি শতভাগ ফিট হয়ে যেন ঈদের পর জাতীয় লিগ খেলতে পারি।’

জাতীয় লিগ শেষ হতেই বেজে উঠবে বিপিএলের বাদ্য। ৬ ডিসেম্বর মাঠে গড়াবে টি-টুয়েন্টি টুর্নামেন্টটির সপ্তম আসর। সেখানেও নিজেকে প্রমাণের সুযোগ পাবেন নাসির, ‘বিপিএল খেলতে হলে আমাকে ফিট হতে হবে। নিজের দিকে থাকাতে হবে। শতভাগ ফিট হলে আপনি ভালো করতে পারবেন, নয়তো কঠিন। যে কারণে ফিটনেস ট্রেনিং করছি। পরিশ্রম করে যাচ্ছি।’

হাঁটুর অস্ত্রোপচারের পর ছয়মাস পুরোপুরি ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে নাসিরকে। ব্যাট হাতে ছন্দ পুরো ফিরে পাননি। তবে সেটি নিয়ে মোটেও চিন্তিত নন। আত্মবিশ্বাসী কণ্ঠে জানালেন, ‘একজন খেলোয়াড়ের ছন্দে ফিরতে খুব বেশিদিন লাগে না। ছন্দ নিয়ে চিন্তা করছি না। একটা দুইটা ভালো ইনিংস বা রান করলেই ভালো ছন্দে ফিরে আসব। সেই চেষ্টা করে যাচ্ছি। এখন ফিটনেস অনেক ভালো। জাতীয় লিগে হয়ত আরও ভালো অবস্থায় থাকব। চেষ্টা করব ভালো খেলার।’