চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘হাথুরু বা শ্রীলঙ্কা কোন ফ্যাক্টর না’

হাথুরুসিংহে শ্রীলঙ্কার কোচের পদে প্রার্থী হওয়ার সময় থেকেই বিষয়টি আলোচনার শীর্ষে। বাংলাদেশ দলের সাবেক কোচ লঙ্কানদের গুরু হয়ে সফরে আসায় প্রতিপক্ষ আসলে দুটি হয়ে যাচ্ছে, এক- কোচ হাথুরুসিংহে, দুই- শ্রীলঙ্কা। কারণ হাথুরু টাইগারদের শক্তি-দুর্বলতার নাড়ীনক্ষত্র জানেন। এতে বাড়তি সুবিধা পাবে ম্যাথুজের দল। মাশরাফী-সাকিবরা অবশ্য এসব সম্ভাবনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন! এরপরও সংবাদমাধ্যমের সামনে আসা দল সংশ্লিষ্ট সকলেই দিতে হচ্ছে হাথুরু প্রসঙ্গে একটি কমন প্রশ্নের উত্তর।

আরসবার মত রুবেলও সেই প্রশ্নে সোজা ব্যাটেই খেললেন। টাইগার পেসার জানালেন, বাংলাদেশ দল নিজেদের খেলাটা খেললেই হবে। হাথুরু বা শ্রীলংকা কোন ফ্যাক্টর না।

বাংলাদেশের পরের ম্যাচ শুক্রবার। প্রতিপক্ষ ওই হাথুরু-ম্যাথুজদের শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভসূচনা করেছে মাশরাফীবাহিনী। একদিন বিরতি দিয়ে বুধবার অনুশীলন করেছেন টাইগাররা। তখন মাঠে মিরপুর স্টেডিয়ামের শততম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই জমিয়ে তুলেছে জিম্বাবুয়ে। ইনডোরে নিজের অনুশীলন পর্ব সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রুবেল। সেখানে নিজেদের খেলা, ব্যক্তিগত প্রাপ্তি-অপ্রাপ্তির সঙ্গে হাথুরু-শ্রীলঙ্কা ইস্যুতে একটু বাড়তি চ্যালেঞ্জ আসে কিনা এসব নিয়ে বলেছেন টাইগার পেসার।

‘আমরা গত ম্যাচে দারুণ খেলেছি। ধারাবাহিকতাটা ধরে রাখার চেষ্টা করব। হাথুরুসিংহে প্রতিপক্ষ দলের কোচ। আমরা এতকিছু নিয়ে ভাবতে চাই না। আমরা সামনের ম্যাচটা জিততে চাই। আমদের পেস-স্পিন বোলাররা, ব্যাটসম্যানরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’

‘আমাদের হোম কন্ডিশনে খেলা। আমরা কতটা কার্যকরী সেটা জানি। আগে কিভাবে সাফল্য পেয়েছি, সে ব্যাপারটা সবাই জানে। সিনিয়ররা জানে কি করতে হবে। তারা হেল্পফুল, সবাইকে সাহায্য করছে। হাথুরুসিংহে কিংবা শ্রীলঙ্কা কোন ফ্যাক্টর না। আমরা এসব মাথায়ও নিচ্ছি না।’ যোগ করেন গত ম্যাচে দুই উইকেট নেয়া রুবেল।

রুবেল অবশ্য হাথুরু প্রসঙ্গটা উড়িয়ে দিলেও প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলেন না। প্রতিপক্ষ হিসেবে লঙ্কানদের যথেষ্ট সমীহ তার। নিজেদের কোচ সম্প্রতি ওখানে চলে গেছে সেটা মাথায় থাকলেও নিজেরা ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনাতে আছেন বলে জানালেন।