চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হাতে-নাতে চোর পাকড়াও

মিডিয়ায় একটি ফোন আসে গতকাল শুক্রবার। বলা হয় বিবেক ওবেরয়ের জুহুর বাড়িতে নাকি চুরি হয়েছে। সৌভাগ্যবশত চোরকে নাকি হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিবেক। ঘটনার ছবি তোলার জন্য সাথে সাথেই ফটোগ্রাফার পাঠিয়ে দেওয়া হয় বিবেকের বাড়িতে। ঘটনাস্থলে ফটোগ্রাফাররা পৌঁছে চমকে যায়। কারণ, পুলিশ হাতকড়া পড়িয়ে যাকে নিয়ে যাচ্ছে, তিনি রিতেশ দেশমুখ! শেষ পর্যন্ত অভিনয় ছেড়ে চুরি করা শুরু করলেন রিতেশ!

পুরো ঘটনাটাই সাজানো। রিতেশের পরবর্তী ছবি ‘ব্যাংক চোর’–এর প্রচারণার কৌশল ছিল এটি। এমনকি পুলিশও আসল পুলিশ নন, অভিনয়শিল্পী।

যশরাজ প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন বামপি। ‘ব্যাংক চোর’ ছবিতে থাকছেন রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও রিয়া চক্রবর্তী। একট সাক্ষাৎকারে রিতেশ জানিয়েছেন, ছবিটি নাকি থ্রি-ডি নয় বরং সিক্সটিন-ডি হবে। বিশেষ প্রযুক্তিতে তৈরি এই ছবিতে চোরের ভূমিকায় থাকছেন রিতেশ। সিবিআই অফিসারের ভূমিকায় থাকছেন বিবেক। ছবিটি এই বছর শেষ দিকে মুক্তি পাবে। মিড-ডে।

রিতেশ দেশমুখ অভিনীত পরবর্তী ছবি ‘ব্যাংক চোর’ এর প্রচারণার কৌশল ছিল এটি