চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হাই-পারফরম্যান্স দলে জার্মান রক্তের কোচ

জার্মানির নাম আর যেখানেই থাকুক, ক্রিকেটে অন্তত: নেই। সেই জার্মান বংশোদ্ভূত সাবেক ক্রিকেটারই হচ্ছেন বাংলাদেশের হাই পারফরম্যান্স  ইউনিটের নতুন কোচ।

তবে ভয় বা বিস্ময়ের কিছু নেই। শরিরে জার্মান রক্ত থাকলেও পল টেরি অর্ধেকটা ইংলিশ। টেস্ট ম্যাচও খেলেছেন তিনি একজোড়া।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স দলের কোচ হিসেবে নিয়োগ পেতে চলেছেন ভিভিয়ান পল টেরি। জার্মান বংশোদ্ভূত ইংলিশ এ কোচ ক্রিকেট বোর্ডের সঙ্গে ১০০ দিনের জন্য চুক্তিবদ্ধ হতে চলেছেন।

রোববার ঢাকায় আসার পর সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও দেখা গেছে ৫৫ বছর বয়সী পল টেরিকে।

মূলত: হাই পারফরম্যান্স ইউনিটের কোচিং ডিরেক্টর হিসেবে কাজ করবেন তিনি। আপাতত: কয়েকদিন পরিকল্পনা প্রণয়নেই সময় কাটবে তার। চূড়ান্ত কাজ শুরু করবেন জুনের প্রথম সপ্তাহে।

হাই পারফরম্যান্স ইউনিটে সুযোগ পাবে বিসিবি একাডেমি, অনুর্ধ্ব ১৯ দল, প্রতিভাবান তরুণ ক্রিকেটার ও জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা।

বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের সর্বশেষ প্রধান কোচ ছিলেন রিচার্ড ম্যাকিন্স। তারই আবিস্কার বর্তমান জাতীয় দলের কাণ্ডারি মুশফিক-সাকিব-তামিমরা।

তবে অনেকদিন বিসিবির এ কার্যক্রমটি  বন্ধ ছিলো।